থাইল্যান্ডের রাজা ভুমিবল আর নেই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/13/photo-1476365775.jpg)
থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজা ছিলেন।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে ভুমিবল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজপরিবার থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
ভুমিবল থাইল্যান্ডের সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। দেশের রাজনৈতিক অস্থিরতা ও বেশ কিছু সেনা অভ্যুত্থান ঘটনার পর তিনি স্থিরতা ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন।
সম্প্রতি কয়েক বছর ধরে রাজা ভুমিবলের স্বাস্থ্য ভালো যাচ্ছিল না। তিনি জনসম্মুখে আসতেনও কম। ২০১৪ সালে অভ্যুত্থানের পর থাইল্যান্ডে এ মুহূর্তে সামরিক সরকার ক্ষমতায় রয়েছে।
অনেক থাই নাগরিক রাজার সুস্থতা কামনায় গোলাপি রঙের পোশাক পরেন। চিকিৎসা চলার সময় শত শত নাগরিক হাসপাতালের সামনে জড়ো হয়ে তাঁর জন্য দোয়া করে।
রাজপ্রাসাদের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘সিরিরাজ হাসপাতালে শান্তিতে হিজ ম্যাজেস্ট্রি মারা গেছেন।’
রাজার মৃত্যুর পর দেশের পার্লামেন্টে বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে।
রাজা ভুমিবলের উত্তরসূরী হিসেবে ৬৩ বছর বয়সী রাজকুমার ভাজিরালংকর্ন বিবেচনায় রয়েছেন। যদিও তিনি তাঁর বাবার মতো সাধারণ মানুষের ভালোবাসা পান না।
১৯২৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে ভুমিবলের জন্ম। ভাই আনন্দ মহিদলের মৃত্যুর পর ১৯৪৬ সালে ৯ জুন তিনি সিংহাসনে আরোহন করেন।
থাইল্যান্ডের রাজা ভুমিবলের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।