ট্রাম্পের মুখে মোদির স্লোগান!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্প এবার নতুন চমক দেখালেন। হিন্দিতে স্লোগান দিলেন। আর ওই স্লোগানটা প্রত্যেক ভারতীয়র কাছে পরিচিত বলেই মনে হবে। স্লোগানটা যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতোই!
ডোনাল্ড ট্রাম্প ভাঙা ভাঙা হিন্দিতে বললেন, ‘আব কি বার ট্রাম্প সরকার।’ অর্থাৎ এখন ট্রাম্প প্রশাসনের পালা। ঠিক এ ধরনের স্লোগানই ২০১৪ সালে ভারতের সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপি দল ব্যবহার করে। মোদির ব্যবহৃত স্লোগানটি ছিল, ‘আব কি বার মোদি সরকার।’
সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, স্লোগানটি ব্যবহার করে ২৯ মিনিটের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রকেন্দ্রিক সংগঠন রিপাবলিকান হিন্দু কোয়ালিশন (আরএইচসি) ওই বিজ্ঞাপন প্রচার করছে। সালাব সাল্লি কুমার নামের এক ব্যবসায়ী ওই সংগঠনের প্রধান। সংগঠনটি ট্রাম্পের পক্ষে পুরোদমে কাজ করছে।
আরএইচসির ওই বিজ্ঞাপনে মোদি ও ট্রাম্পকে তুলে ধরা হয়। একই সঙ্গে ব্যবহার করা হয় ট্রাম্পের কিছু উল্লেখযোগ্য বক্তব্য। যেখানে ট্রাম্প বলছেন, ‘হিন্দু এবং ভারতীয় সম্প্রদায় হোয়াইট হাউসে প্রকৃত বন্ধু পাবে।’

অনলাইন ডেস্ক