কথা বলে আয় দুই কোটি ৫০ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী হিলারি ক্লিনটন ২০১৪ সালের শুরু থেকে এ পর্যন্ত বক্তৃতা দিয়ে দুই কোটি ৫০ লাখ ডলারের বেশি আয় করেছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁদের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা দ্য হিল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন কেন্দ্রীয় নির্বাচন কমিশনে শুক্রবার একটি আর্থিক হিসাব প্রতিবেদন জমা দিয়েছেন। আয়ের এ অঙ্কটা এখান থেকেই জানা গেছে। এ ছাড়া বিষয়টি ক্লিনটনের মুখপাত্রও নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দ্য হিল।
২০১৪ সাল থেকে প্রায় ১০০টি বক্তৃতা থেকে তাঁরা এই অর্থ আয় করেছেন। একই সময়ে হিলারি ক্লিনটন তাঁর লেখা বই ‘হার্ড চয়েসেস’ থেকে ৫০ লাখ টাকার আয় দেখিয়েছেন।
ব্লুমবার্গ জানিয়েছে, ২০১৪ সালে কার্যকর করের হার ছিল ৩০ শতাংশের বেশি। এ ছাড়া এই দম্পতি বিনিয়োগ করে কোনো পুঁজি অর্জন করেননি।
প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর হিলারি অর্থের বিনিময়ে বক্তৃতা দেওয়া বন্ধ করেছেন। তবে বিল ক্লিনটন এটা চালিয়ে যাবেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাকে আমাদের বিলগুলো দিতে হবে।’ সাবেক প্রেসিডেন্ট আরো বলেন, তিনি তাঁর বার্ষিক আয় থেকে ১০ শতাংশ ক্লিনটন ফাউন্ডেশনকে দিয়ে দেন।