হাসপাতালে ভর্তি স্টিফেন হকিং
হঠাৎ অসুস্থ বোধ করায় বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন ডব্লিউ হকিং ইতালির রোমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সংবাদমাধ্যম গার্ডিয়ানের কাছে খবরটি নিশ্চিত করেছেন হকিংয়ের একজন মুখপাত্র।
গত বৃহস্পতিবার রাতে ৭৪ বছর বয়সী এই বিজ্ঞানীকে ইতালির রাজধানী রোমে অবস্থিত গেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত সপ্তাহে সোমবার হকিং রোমে অনুষ্ঠিত পনটিফিকাল একাডেমি অব সায়েন্সের একটি অধিবেশনে যোগ দেন। ওই সময় তিনি খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গেও দেখা করেন।
স্টিফেন হকিংয়ের একজন মুখপাত্র জানান, মোটর নিউরন রোগে আক্রান্ত হকিংয়ের শারীরিক অবস্থা অতটাও সংকটময় ছিল না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পূর্ব সতর্কতা হিসেবে হকিংকে আর এক রাত গেমেল্লি হাসপাতালে রাখা হতে পারে। তাঁর শারীরিক অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে বিজ্ঞান অধিবেশনের আয়োজকদের সূত্রে জানা গেছে, হকিং ও সঙ্গীদের আজ শনিবার রোম ত্যাগ করার কথা রয়েছে। এই সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি।