হঠাৎ পদত্যাগের ঘোষণা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
আট বছর দায়িত্ব পালনের পর হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি।
স্থানীয় সময় সোমবার এই ঘোষণা দেন কি।
পদত্যাগের ঘোষণাকে ‘আমার নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ বলেছেন কি। এ সময় তিনি বলেন, ‘পরবর্তী সময়ে কী করব, তা আমি জানি না।’
নতুন প্রধানমন্ত্রী ঠিক করতে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি বৈঠকে বসবে। এর আগ পর্যন্ত নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী বিল ইংলিশই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন বলে মনে করা হচ্ছে।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম দ্য নিউজিল্যান্ড হেরাল্ডসের প্রতিবেদনে বলা হয়, স্ত্রী ব্রোনাগের অনুরোধে পদত্যাগ করতে যাচ্ছেন জনপ্রিয় নেতা কি।
২০১৪ সালের সেপ্টেম্বরের নির্বাচনে জয়ের পর ন্যাশনাল পার্টির সরকারে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন জন কি। ২০১৭ সালে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার সিডনিতে বিবিসির প্রতিবেদক হিওয়েল গ্রিফিথ বলেন, দীর্ঘ সময় দায়িত্ব পালনের পরও খুব কম বিতর্ক থাকায় স্থানীয় গণমাধ্যমের কাছে কি ‘টেফলন জন’ হিসেবে পরিচিতি।
সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন জন কি। তিনি জানিয়েছেন, পারিবারিক কারণে আকস্মিক এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে জানান তিনি।