গণকবরে জড়িতরা পার পাবে না : মালয়েশিয়া
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/25/photo-1432523575.jpg)
মালয়েশিয়ার পেরলিস রাজ্যের পেদাং বেসারে পাওয়া গণকবরের নেপথ্যে জড়িতরা পার পাবে না বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রধামন্ত্রীর নাজিব রাজাক। তাঁদের আটক করা হবে বলে তিনি জানান।
নাজিব রাজাক তাঁর টুইটার অ্যাকাউন্টে বলেন, ‘মালয়েশিয়ার মাটিতে গণকবর পাওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন, এর সঙ্গে মানব পাচারকারীরা জড়িত।
গত রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি ১৭টি আশ্রয়শিবিরের পাশে বেশ কয়েকটি গণকবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া মালয়েশিয়ার গণমাধ্যমগুলো জানায়, এসব গণকবরে কয়েক শ অভিবাসীর মৃতদেহ থাকতে পারে।