এরদোয়ানের শপথ আজ, মন্ত্রিসভায় নতুন মুখের সম্ভাবনা
দ্বিতীয় ধাপের ভোটে গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ শনিবার (৩ জুন) প্রেসিডেন্ট হিসেবে ফের শপথ নেবেন ২০ বছর ধরে ক্ষমতায় থাকা তিনি। শপথের পর মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন। আর এই মন্ত্রিসভায় নতুন মুখ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।
তুরস্কের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান গত ২৮ মে ভোটে ৫২ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিলেন। নির্বাচন পূর্ববর্তী জরিপগুলোকে পেছনে ফেলে জয়ী হয়েছেন তিনি।
রয়টার্স বলছে, গতকাল শুক্রবার নতুন মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সময় আজ বেলা ৩টার দিকে আঙ্কারার পার্লামেন্টে শপথ নেবেন এরদোয়ান।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলা এজেন্সি জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, আমের্নিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনয়ানসহ বিশ্বের অন্তত ৭৮টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী এবং অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
আজ এরদোয়ান মন্ত্রিদের নাম ঘোষণা করবেন। নিজেরে মন্ত্রিসভায় সাবেক অর্থমন্ত্রী মেহমেত সিমসেককে অন্তর্ভুক্ত করার বিষয়ে এরদোয়ান প্রায় নিশ্চিত বলে জানিয়েছে রয়টার্স।
একে পার্টির হয়ে ২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৬৯ বছর বয়সী এরদোয়ান। ২০১৪ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হন তিনি। একই অবস্থা থাকে ২০১৮ সালের নির্বাচনেও।