ইতালির বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, ছয়জন নিহত
ইতালির মিলানে এক বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৭ জুলাই) ভোরে ওই অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে ৮০ জনের মতো মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, অগ্নিকাণ্ডের কারণ বলতে পারেনি ফায়ার সার্ভিস। খবর এএফপির।
ফায়ার ব্রিগেড টুইটারে বলেছে, ‘ছয়জন নিহত, ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যায় অনেক লোক হাসপাতালে। অগ্নিনির্বাপক কর্মীরা ভবন থেকে কয়েক ডজন লোককে দ্রুত সরিয়ে এনেছে।’
আজ ভোরে আগুন লাগার সময় তিনতলা ভবনটিতে ১৬৭ জন ছিলেন। লুসিয়া নামে স্থানীয় এক নারী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এটা নারকীয় দৃশ্য ছিল।’
লুসিয়া তার বাসা থেকে এই বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড দেখেছিলেন। তিনি আরও বলেন, ‘আমরা দেখছিলাম, বৃদ্ধরা তাদের মুখ ভেজা কাপড় দিয়ে রক্ষার চেষ্টা করছিলেন এবং জানালাগুলো তাপে ভেঙে যাচ্ছিল।’
ইতালির দক্ষিণাঞ্চলীয় শহরটিতে ১০টির বেশি অ্যাম্বুলেন্স, নানা ধরনের ফায়ার ট্রাক, মরদেহবাহী ভ্যান ঘটনাস্থালে কর্মকাণ্ডে অংশ নেয়।
মিলানের ফায়ার ব্রিগেড প্রধান নিকোলা মাইকেল বলেন, ‘৮০ জনের মতো মানুষকে তাৎক্ষণিক হসপিটালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।’
জানা গেছে, ভুক্তভোগীদের পাঁচজন নারী, যাদের বয়স ৬০ থেকে ৮৭ বছরের মধ্যে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলোনি এক টুইটে ‘হতাহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা’ জানিয়েছেন। তিনি হাসপাতালে ভর্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।