ইতালির নৌকাডুবিতে অন্তত ১৪ শিশুর মৃত্যু
ইতালির নোকাডুবিতে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার একটি কাঠের নৌকায় করে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে যাচ্ছিল। পথিমধ্যে ঝড়ের কবলে পাথরের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এরপর আজও নতুন করে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। মোট মৃত্যু গিয়ে দাঁড়িয়েছে ৬২ তে। খবর রয়টার্সের।
ইতালির পূর্বাঞ্চলীয় ক্যালাব্রিয়ার উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে। পূর্ব উপকূলে একটি সমুদ্রতীরবর্তী স্টেকাটো ডি কুট্রোর কাছে নৌকা ডুবে গেলে অনেকে সাঁতরে তীরে ওঠে।
অঞ্চলটির স্থানীয় সরকারের ঊধ্বর্তন কর্মকর্তা ম্যানুয়েলা কুরা গতকাল বলেন, ‘এ ঘটনায় ৮১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।’
বৈরি আবহাওয়ার মধ্যেও জরুরি পরিষেবার সদস্যরা উপকূল ও সাগরে নিখোঁজ অভিবাসন প্রত্যাশীদের ‘নৌকাটিতে ১৪০ থেকে ১৫০ ছিল।’ এদের মধ্যে আফগানিস্তান, ইরানসহ কয়েকটি দেশের নাগরিক ছিল।
আজ একটি শেষকৃত্যের আগে পার্শ্ববর্তী শহর ক্রোটোনের একটি স্পোর্টস হলে কয়েক ডজন কফিন রাখা হয়। এসময় স্থানীয়রা মৃতদের কফিনে ফুল এবং মোমবাতি দিয়ে শ্রদ্ধা জানান।