মস্কোমুখী তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ড্রোন ভূপাতিত করেছে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে এসব ড্রোন মস্কোয় হামলা চালানোর চেষ্টা করছিল।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ তথ্য জানান। প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
টেলিগ্রামে মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর ওপর হামলার চেষ্টাকারী এসব ড্রোন ধ্বংস করে।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর দক্ষিণ পশ্চিমে কালুগা অঞ্চলের উপর দিয়ে উড়তে থাকা একটি ড্রোন এবং দ্বিতীয়টি মস্কোর উত্তর পশ্চিমে ইস্ট্রিনস্কি জেলার উপর দিয়ে যাওয়ার সময়ে ধ্বংস করা হয়। এ ছাড়া মস্কোর উত্তর পশ্চিমে টাভার অঞ্চলে তৃতীয় ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
রুশ কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি মস্কোকে করে ইউক্রেন ঘন ঘন ড্রোন হামলার চেষ্টা চালাচ্ছে।