সঙ্কটে জর্জরিত পাকিস্তানে আবারও বাড়ানো হলো জ্বালানির দাম
পাকিস্তানে বাড়তে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে আবারও বাড়ানো হলো পেট্রোল ও ডিজেলের দাম। এ মাসের শুরুতে দেশটিতে পেট্রোলের দাম ৩০০ রুপি ছাড়িয়ে যাওয়ার পর গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আবারও এক ঘোষণায় বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলের বাড়তে থাকা দামের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
দুই সপ্তাহের ব্যবধানে পাকিস্তানে পেট্রোলের দাম প্রতি লিটারে ২৬.০২ রুপি এবং হাইস্পিড ডিজেলের দাম প্রতি লিটারে ১৭.৩৪ রুপি বাড়ানো হয়েছে। এই মূল্য বৃদ্ধির ফলে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৩৩৩.৩৮ রুপিতে এবং হাইস্পিড ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৩২৯.১৮ রুপিতে। এ মাসের শুরুতে পাকিস্তানে পেট্রোলের দাম ৩০০ রুপি ছাড়িয়ে যায়।
সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের কারণে পাকিস্তানে পেট্রোল ও বিদ্যুতের দাম এখন আকাশচুম্বি। এর ফলে দেশটির ইতিহাসে সর্বোচ্চ মুদ্রাস্ফিতি দেখা দিয়েছে, পাশাপাশি বেড়েছে সুদের হার। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর তৈরি হয়েছে মারাত্মক চাপ।
গত জুলাই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৩০০ কোটি ডলারের ঋণ অনুমোদনের পর বেইল আউট প্যাকেজের আওতায় পাকিস্তানে যে আর্থিক সংস্কার কার্যক্রম শুরু হয় তার প্রভাবে এ বছর মুদ্রাস্ফিতি গিয়ে দাঁড়িয়েছে ২৭.৪ শতাংশে।
এদিকে উদ্বেগজনক অর্থনৈতিক অবস্থার পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন ঘিরে দেশজুড়ে দেখা দিয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ।
এ মাসের শুরুতে পাকিস্তানের কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার জনগণকে জানিয়ে দেন যে তাদের বাড়তি বিল দিতেই হবে কারণ এক্ষেত্রে দ্বিতীয় কোনো সুযোগ নেই।
এ প্রসঙ্গে কাকার ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, ‘যখন আপনি ভর্তুকি দেবেন তখন আপনি আপনার আর্থিক দায়দায়িত্ব ভবিষ্যতের হাতে ছেড়ে দেবেন। এ ক্ষেত্রে ইস্যুটির সমাধান না করে তাকে কেবল দীর্ঘায়িতই করা হয়।’