ইলনের সঙ্গে পরকীয়ার অভিযোগ, স্ত্রীকে তালাক দিলেন গুগলের সহপ্রতিষ্ঠাতা
ধনকুবের ইলন মাস্কের সঙ্গে পরকীয়ার অভিযোগ ওঠার পর স্ত্রী নিকোল শানাহানকে তালাক দিয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের ‘পেইজ সিক্স’ এ তথ্য জানিয়েছে। আদালতের নথি অনুসারে, গত ২৬ মে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। তারা বর্তমানে চার বছর বয়সী মেয়ের তত্ত্বাবধানের দায়িত্ব নিয়ে আইনি লড়াই করছে। খবর এনডিটিভির।
আদালতের নথির তথ্যমতে, বিবাহবিচ্ছেদ নিয়ে শানাহান কোনো আপত্তি করেননি। তবে, তিনি আদালতে সাবেক স্বামীর কাছে তার পাওনা দাবি করেছেন। আইনজীবীর ফি ও সম্পদের ভাগাভাগিসহ অন্যান্য বিষয়গুলো নিজেরা আলোচনা করেই নিষ্পত্তি করেছিলেন ব্রিন ও শানাহান।
মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের তথ্যমতে, ২০১৫ সালে সম্পর্কে জড়িয়েছিলেন ব্রিন ও শানাহান। ওই বছরেই প্রথম স্ত্রী আনে ওয়াজসিকির সঙ্গে সর্ম্পকের ইতি টেনেছিলেন ব্রিন। ২০১৮ সালে শানাহানকে বিয়ে করেন গুগলের এই সহপ্রতিষ্ঠাতা। ২০২১ সাল থেকে আলাদা থাকছিলেন ব্রিন ও শানাহান। পরের বছরই শানাহানকে তালাক দিতে আদালতে আবেদন করেন ব্রিন।
নিউইয়র্ক পোস্টের তথ্যমতে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল ব্রিনের। স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠার এক মাস পরেই তালাকের জন্য আদালতে আবেদন করেছিলেন গুগলের সহপ্রতিষ্ঠাতা। তবে, পরকীয়ার বিষয়টি অস্বীকার করেন ইলন মাস্ক ও শানাহান।
‘পরকীয়ার জেরে ইলন মাস্ক ও সের্গেই ব্রিনের সম্পর্কে ফাটল’ শীর্ষক একটি প্রতিবেদন করেছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ওই প্রতিবেদনে জেরে ২০২২ সালের ২৫ জুলাই নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইলন মাস্ক লেখেন, ‘আমি ও সের্গেই এখনও বন্ধু আছি। গতকাল রাতে আমরা পার্টি করেছি। আমি নিকোলকে (শানাহান) তিন বছরে মাত্র দুবার দেখেছি। দুবারই আশপাশে অনেক লোক ছিল। আমাদের মাঝে রোমান্টিক কিছু নেই।’
এদিকে, পরকীয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে ইলনের সঙ্গে বন্ধুত্বের বাইরে কিছুই নেই বলে দাবি করেন নিকল শানাহান। ২০২২ সালে জুলাইয়ে শানাহান দাবি করেন, ‘ইলনের সঙ্গে আমার কি শারীরিক সম্পর্ক রয়েছে? আমাদের মাঝে কি আবেগের মুহূর্ত ছিল এবং তারপরে এটি শেষ হয়ে গেছে? না। আমাদের মধ্যে কি রোমান্টিক সম্পর্ক ছিল? না। আমাদের কোনো সম্পর্ক ছিল না।’
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্যমতে, ৫০ বছর বয়সী ব্রিনের ১১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের সম্পত্তি রয়েছে। তিনি বিশ্বের নবম ধনী। আর ৩৪ বছর বয়সী শানাহান একজন আইনজীবী।