অর্থ বিল নিয়ে দ্বন্দ্ব, ‘শাটডাউনের’ পথে মার্কিন সরকার
মাত্র কয়েক ঘণ্টা পরেই ‘শাটডাউন’ হতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। রিপাবলিকান নেতৃত্বাধীন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে অর্থ বিল পাস না হওয়ায় এমন সংকট তৈরি হয়েছে। আর এতে ফেডারেল সংস্থাগুলো বন্ধ হয়ে যেতে পারে। একইসঙ্গে ইউক্রেনকে দেওয়া ওয়াশিংটনের বিরাট সমর্থন বন্ধ হয়ে যেতে পারে। খবর এএফপির।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, মার্কিন আইনপ্রণেতারা চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে স্থানীয় সময় শনিবার মধ্যরাতের পর থেকে জরুরি বাদে সব পরিষেবা বন্ধ হয়ে যাবে। আর তাহলে ২০১৯ সালের পর প্রথমবার এমনটি হচ্ছে। লাখ লাখ ফেডারেল কর্মচারী ও সামরিক সদস্যের বেতন বিলম্বিত হবে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রিপাবলিকান নেতৃত্বাধীন হাউজ অব রিপ্রেজেন্টেটিভে একটি বাজেট উত্থাপন করা হয়। রিপাবলিক নেতা ও নিম্নকক্ষের স্পিকার কেভিন ম্যাকার্থির প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখ্যান করেছেন তার দলের নেতারাই। চূড়ান্ত পর্বে বিলের বিপক্ষে ২৩২ এবং পক্ষে ১৯৮টি ভোট পড়েছে।
হোয়াইট হাউজ অফিস অব ম্যানেজমেন্ট ও বাজেটের পরিচালক শালান্দা ইয়ং বলেন, ‘রিপাবলিকানরা অভ্যন্তরীণ বিভাজন শেষ করতে পারলে শাটডাউন এড়ানোর এখনও একটি সুযোগ রয়েছে।’
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেন, ‘ম্যাকার্থিকে তার দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে।’
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমকে জো বাইডেন বলেন, ‘ম্যাকার্থি ভয়ানক দর কষাকষি করেছেন। স্পিকারের পদ ধরে রাখার জন্যই তিনি এমনটি করছেন। তিনি যা করছেন তা সাংবিধানিক প্রক্রিয়াগুলোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ।’
ম্যাকার্থি অবশ্য বিল পাস নিয়ে এমন সংকটের জন্য রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের দায়ী করে বলেন, ‘তারাই সমাধানে বাধা দিচ্ছেন।’