ভারতের গার্ডেনরিচকাণ্ডে ৩ প্রকৌশলীকে শোকজ, গ্রেপ্তার ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/18/india_thum_.jpg)
ভারতের কলকাতায় গার্ডেনরিচে বিপর্যয়ের ঘটনায় প্রোমোটার ও অন্য জড়িতদের বিরুদ্ধে স্বপ্রণোদিতভাবে (সুয়ো মোটো) মামলা করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুরসভাও কারণ দর্শানোর (শোকজ়) নোটিশ দিয়েছে তিন প্রকৌশলীকে। এ কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। খবর আনন্দবাজারের।
ভারতীয় গণমাধ্যমটি বলছে, গতকাল রোববার রাতে পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের বহুতল ভবনের একাংশ ভেঙে পড়ে। এতে আটজনের মৃত্যু হয়েছে। ফিরহাদ জানিয়েছেন, ওই বরোর নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীকে শোকজ় করা হয়েছে।
পুরসভা সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন প্রকৌশলীকে কারণ ব্যখ্যা করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তারা যদি সন্তোষজনক উত্তর দিতে না পারেন, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/03/18/india_in_0.jpg)
সূত্রের বক্তব্য, কোন ওয়ার্ডে কত বেআইনি বাড়ি আছে, তা চিহ্নিত করা তাদের দায়িত্ব ছিল। সেই কাজে তারা ব্যর্থ হয়েছেন। দায়িত্ব পালন করেননি।
গার্ডেনরিচের ঘটনায় ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেয়র। তিনি একজন প্রোমোটার। লালবাজার সূত্র জানিয়েছে, এই ঘটনায় প্রোমোটারসহ অন্য জড়িতদের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত করবেন ডিডি হোমিসাইড।