পাকিস্তানে খনি ধসে ১২ শ্রমিক নিহত
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি ধসে পড়া কয়লা খনি থেকে আজ বুধবার (২০ মার্চ) আরও ১০ জন শ্রমিকের মরদেহ বের করে আনা হয়েছে। এ নিয়ে কয়লা খনিটি থেকে মোট ১২ জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। খবর এএফপির।
ফরাসি সংবাদ সংস্থা বলছে, বেলুচিস্তানের খনি বিভাগের মহাপরিচালক আব্দুল্লাহ শাহওয়ানি মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোয়েটা থেকে ৮০ কিলোমিটার পূর্বে খোস্ত খনি অঞ্চলে একটি ব্যক্তিগত কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ হলে তা ধসে পড়ে মাটির কয়েকশ ফুট নিচে খনিশ্রমিকরা আটকা পড়ে।
এ বিষয়ে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রধান খনি পরিদর্শক আব্দুল গণি বেলুচ বলেন, ‘১২টি মরদেহ উদ্ধারের পর অভিযান সমাপ্ত হয়েছে। দুর্ঘটনার পর দুটি মৃতদেহ গতকাল রাতে এবং বাকি ১০টি মৃতদেহ আজ সকালে উদ্ধার করা হয়।’