ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের নির্দেশ দিল আন্তর্জাতিক বিচার আদালত
দেরি না করে এই মুহূর্তে ইসরায়েলকে গাজা উপত্যকার রাফাহ শহরে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই যুগান্তকারী রুলিংয়ের ফলে ইসরায়েলের ওপর গাজা যুদ্ধ বন্ধের জন্য যে আন্তর্জাতিক চাপ রয়েছে তা আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে।খবর এএফপির।
রুলিংয়ে বলা হয়, ইসরায়েলকে অবশ্যই রাফায় সামরিক আগ্রাসী অভিযান ও কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজায় ফিলিস্তিনিদের জীবন নাশের পাশাপাশি ভৌত অবকাঠামোর যে ধ্বংসলীলা চলছে তার জন্য দায়ী দেশটি।
রুলিংয়ে আন্তর্জাতিক বিচার আদালত আজ শুক্রবার (২৪ মে) আরও জানায়, ইসরায়েলকে অবশ্যই রাফাহ ক্রসিং খোলা রাখতে হবে যাতে সেখানে বাধাহীনভাবে মানবিক সাহায্যপণ্য পৌঁছানো যায়।
এছাড়া আইসিজের রুলিংয়ে অবিলম্বে ও কোনো শর্ত ছাড়াই হামাসের হাতে থাকা পণবন্দিদের মুক্তি দিতে বলা হয়েছে।