সৌদি আরবে দেখা গেল পবিত্র জিলহজ মাসের চাঁদ
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন, আর ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
দেশটির সুপ্রিম কোর্টের তথ্য বলছে, পবিত্র হজ ১৫ জুন পালিত হবে। আর কুরবানি হবে ১৬ জুন।
এদিকে, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। সভা থেকে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে।

এনটিভি অনলাইন ডেস্ক