জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্য পাঁচ দেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্য হলো দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, ইউরোপের দেশ গ্রিস ও ডেনমার্ক, দক্ষিণ আমেরিকার দেশ পানামা এবং আফ্রিকার দেশ সোমালিয়া।
বৃহস্পতিবার (৬ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৯৩টি সদস্য রাষ্ট্র অংশ নিয়ে এই পাঁচটি দেশকে আগামী দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত করে।
এই পাঁচটি দেশ জাপান, মোজাম্বিক, ইকুয়েডর, মাল্টা ও সুইজারল্যান্ডের স্থলাভিষিক্ত হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্য আরও পাঁচটি অস্থায়ী সদস্য হলো আলজেরিয়া, গায়ানা, দক্ষিণ কোরিয়া, সিয়েরালিয়ন ও স্লোভেনিয়া।