আমি জানি কীভাবে সত্য বলতে হয়, কীভাবে কাজ করতে হয় : বাইডেন
নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন। বাকি আর মাত্র পাঁচ মাস। এর আগে প্রথমবার মুখোমুখি বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনেকটাই ধরাশায়ী দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর সমালোচনার মুখে পড়েন তিনি। তবে, বিতর্কে ভালো করেছেন দাবি করে বাইডেন বলেছেন, তিনি আগের মতো বিতর্ক করতে না পারলেও কীভাবে সত্য বলতে তা জানেন।
প্রেসিডেন্ট বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লিখেছেন, বন্ধুরা, আমি হয়তো আগের মতো সহজে হাঁটতে পারি না বা আগের মতো সহজে কথা বলতে পারি না। আমি হয়তো আগের মতো বিতর্ক করতে পারি না। কিন্তু, আমি জানি কীভাবে সত্য বলতে হয়।’
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায়) আটলান্টায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের আয়োজনে দুজনের নির্বাচনি বিতর্ক শুরু হয়। বিতর্ক শেষে তার খণ্ডাংশ এক্সে শেয়ার করেন প্রেসিডেন্ট বাইডেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি জানি আমি যুবক নই।.....আমি জানি কীভাবে কাজ করতে হয়।’