ট্রাম্প আগামীকাল কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কের জন্য প্রস্তুত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/03/kmlaa_hyaaris_o_ddonaaldd_ttraamp_chbi_eephpi.jpg)
কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী ৪ সেপ্টেম্বর ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের সাথে বির্তর্কে অংশ নিতে ফক্স নিউজের সঙ্গে একমত পোষণ করেছেন।
ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প বলেছেন, ‘আমি ফক্স নিউজের সাথে বুধবার ৪ সেপ্টেম্বর কমলা হ্যারিসের সঙ্গে বিতর্ক করতে সম্মত হয়েছি।’
যদিও কমলা হ্যারিস এতে সম্মত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।