যুক্তরাষ্ট্রের নির্বাচন : যে উপায়ে জয় পেতে পারেন কমলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য একজন প্রার্থীর ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি প্রয়োজন। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটির জন্য জনসংখ্যার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল কলেজ ভোট বরাদ্দ রয়েছে। কিছু অঙ্গরাজ্যের ভোটাররা অতীতের ধারাবাহিকতায় একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে ভোট দিয়ে থাকেন, তবে ‘ব্যাটলগ্রাউন্ড’ বা ‘সুইং স্টেটের’ ভোটাররা সিদ্ধান্ত পরিবর্তন করে থাকেন, যা নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
এই নির্বাচনে সাতটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য রয়েছে মোট ৯৩টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। সেগুলো হলো—পেনসিলভানিয়া (১৯), জর্জিয়া (১৬), উত্তর ক্যারোলাইনা (১৬), মিশিগান (১৫), অ্যারিজোনা (১১), উইসকনসিন (১০) ও নেভাদা (৬)।
কমলা হ্যারিস কীভাবে জিততে পারেন?
ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়া (৫৪), নিউইয়র্ক (২৮) ও ইলিনয়সহ (১৯) ১৯টি অঙ্গরাজ্য এবং কলাম্বিয়া ডিস্ট্রিক্ট থেকে কমপক্ষে ২২৬টি নির্বাচনি ভোট পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটে পৌঁছাতে কমলা হ্যারিসের সুইং স্টেটের ৯৩টি থেকে কমপক্ষে ৪৪টি প্রয়োজন।
কমলার জন্য সবচেয়ে সহজ পথ হবে পেনসিলভানিয়া (১৯), জর্জিয়া (১৬) ও নর্থ ক্যারোলাইনায় (১৬) জয়ী হয়ে ৫১টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করা। এতে তার প্রেসিডেন্ট হওয়া সহজ হবে। এই মুহূর্তে ফাইভথার্টিএইটের জরিপ অনুসারে, তিনি তিনটিতেই ট্রাম্পকে পেছেনে ফেলেছেন। পেনসিলভানিয়ায় খুব সামান্য এবং জর্জিয়া ও উত্তর ক্যারোলাইনায় সামান্য বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন কমলা।
পাঁচ বা ততোধিক সুইং স্টেটে জয়ী হলে যেকোনো প্রার্থীর জন্য প্রেসিডেন্ট পদ সুরক্ষিত হবে। তবে সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে মাত্র তিনটিতে জয়লাভ করেও কমলা হ্যারিস ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন আরও ১০টি উপায়ে। তবে কমলা হ্যারিসের জন্য ম্যাজিক ফিগার ২৭০ অর্জনের সবচেয়ে সহজ উপায় হলো—ক্যালিফোর্নিয়া-৫৪, ভার্জিনিয়া-১৩, ওয়াশিংটন-১২ ভোট, ম্যাসাচুসেটস-১১, কলোরাডো-১০, মেরিল্যান্ড-১০, নিউইয়র্ক-২৮, ইলিনয়-১৯, মিনেসোটা-১০, ওরেগন-৮, হাওয়াই-৪, মেইন-৪, নিউ হ্যাম্পশায়ার-৪ , নিউ জার্সি-১৪, কানেকটিকাট-৭, নিউ মেক্সিকো-৫, রোড আইল্যান্ড-৪, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া-৩, ডেলাওয়্যার-৩ ও ভার্মন্ট-৩।