গাজায় ‘সেফ জোনে’ ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৪৯
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/08/palestinian.jpg)
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর হামলায় পাঁচ শিশুসহ ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-মাওয়াসির তথাকথিত ‘সেফ জোনের’ তাঁবুতে এ হামলা চালানো হয়।
আজ বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
এ নিয়ে গত ১৫ মাস ধরে দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৮৫ জনে। এ ছাড়া আহত বেড়ে হয়েছে এক লাখ ৯ হাজার ১৯৬ জনে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/01/08/gaza_-_inner.jpg)
ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।
ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।