লটারিতে ৬৬ কোটি টাকা জেতার খবর পেলেন দুবাই প্রবাসী বাংলাদেশি

আবুধাবির বিগ টিকিট ড্র-তে ২০ মিলিয়ন দিরহাম (৬৬ কোটি ১৪ লাখ টাকা) জিতে নিয়েছেন দুবাই প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম (৪৪) ও তার দল। জাহাঙ্গীরসহ মোট ১৪ জন মিলে টিকিটটি কিনেছিলেন। গত সোমবার (৩ মার্চ) তারা লটারিতে বিজয়ী হন।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
দুবাই প্রবাসী জাহাঙ্গীর বলেন, তারাবীর নামাজ শেষ করার আধাঘণ্টা পরই তিনি এই খবর পান। তারাবীর নামাজের সময় তার মোবাইলফোন বাড়িতে চার্জ দেওয়া ছিল। তিনি ফিরে এসে দেখেন বেশ কয়েকবার কল এসেছে। পরে বিগ টিকিট টিমের পক্ষ থেকে আরও একটি কল আসে। যখন তারা খবরটি জানায়।
জাহাঙ্গীর বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছিলাম না। তখন আমি আমাদের গ্রুপের আরেক মেম্বারকে চেক করার জন্য বলি। সে জানায়, আমাদের টিকিট নম্বর ওয়েবসাইটে দেওয়া হয়েছে।’
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ৬ বছর ধরে দুবাইয়ে কাজ করছেন জাহাঙ্গীর। গত তিন বছর ধরে টিকিটটি কিনতে টাকা জমাচ্ছিলেন। পরে ১৪ জন (১৩ বাংলাদেশি ও এক ভারতীয়) মিলে টিকিটটি কেনেন।

গত ১১ ফেব্রুয়ারি জাহাঙ্গীরসহ ১৪ জনের দল ১ হাজার দিরহামে (৩৩ হাজার ৭০ টাকা) টিকিটটি কেনে। টিকিট কেনায় জাহাঙ্গীর দেন ১০০ দিরহাম (৩ হাজার ৩০৭ টাকা)। ফলে তিনি প্রাইজের ভাগও বেশি পাবেন। ২০ মিলিয়ন দিরহামের মধ্যে ২ মিলিয়ন পেতে পারেন জাহাঙ্গীর, যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা।
পুরস্কারের অর্থ দিয়ে জাহাঙ্গীর ও তার দল দুবাইয়ে ব্যবসা শুরুর পরিকল্পনা করছেন বলে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়।