গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৮০

গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। খবর আলজাজিরার।
গাজার কেন্দ্রীয় অংশে আল-দারাজ এলাকার আল-তাবিইন স্কুলে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সেখানে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনুসের পশ্চিমে মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া শরণার্থীদের তাঁবুতে হামলা চালানো হয়েছে। সেখানেও বহু হতাহতের খবর পাওয়া গেছে।
ইসরায়েলের সম্প্রচার সংস্থা জানিয়েছে, হামলাগুলো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সিনিয়র নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী অভিযোগ করেছে, হামাস আবারও নিজেদের বাহিনী গুছিয়ে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি সামরিক বাহিনীকে হামাসের বিরুদ্ধে ‘শক্ত পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার দাবি, হামাস বন্দিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে এবং যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের প্রস্তাবে রাজি হচ্ছে না।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এখন থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রয়োগ করবে।’

যদিও হামাস বেশ কিছুদিন ধরেই নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধ বন্ধে কোনো আগ্রহ না দেখানোর অভিযোগ করে আসছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৫৭২ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১২ হাজার ৩২ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষের হিসাব ধরলে প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রিঙ্কিউইচ জানিয়েছেন, মার্কিন হামলায় ইয়েমেনে হুথিদের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয় এবং আট বছর বয়সী অন্তত দুই শিশু রয়েছে।
অন্যদিকে, ইয়েমেনের রাজধানী সানায় হাজারো মানুষ বিক্ষোভ করেছে এবং হুতি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি পরিস্থিতি উত্তপ্ত করে তাহলে তাদের ‘পরিণতি ভোগ করতে হবে’।
হুতিরা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাচ্ছে গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে, যেখানে ইসরায়েলি অবরোধ ১৬ দিনে পৌঁছেছে।
এ ছাড়া ইসরায়েলের হামলায় সিরিয়ায় তিনজন এবং দক্ষিণ লেবাননে দুজন নিহত হয়েছে।