পাকিস্তানেও ঈদুল ফিতর সোমবার?

বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে রয়েছে—অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে আগামী সোমবার (৩১ মার্চ)।
আজ শনিবার (২৯ মার্চ) মধ্যপ্রাচ্যের গণমাধ্যম গালফ নিউজ, সৌদি গেজেট ও খালিজ টাইমসের পৃথক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপন করা হবে। আগামীকাল, রোববার দেশটিতে খালি চোখে চাঁদ দেখা যাবে। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে আজ ২৮ রমজান শেষ হয়েছে।
গালফ নিউজের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে।
এদিকে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া সোমবার আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর পালন করবে। আগামীকাল রোববার (৩০ মার্চ) খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
ভৌগোলিক অবস্থান এবং টাইম জোনের কারণে চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। আজ শনিবার দেশটি পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অ্যাস্ট্রনমিকাল তথ্য বিশ্লেষণ করে কাউন্সিল জানায়, আজ শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
এদিকে, পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার (২৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার দেশটিতে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে। ঈদুল ফিতর সোমবার উদযাপিত হলেও এবার ব্রুনাইয়ে রমজান ২৯ দিন স্থায়ী হবে। কেননা, দেশটিতে ২ মার্চ থেকে রোজা শুরু হয়েছে।