গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত
মস্কো থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বালাশিখা শহরে পার্ক করা একটি গাড়িতে বোমা বিস্ফোরণে রাশিয়ার একজন জ্যেষ্ঠ জেনারেল নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তি হলেন লেফটেন্যান্ট জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক। তিনি রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রধান অপারেশনাল অধিদপ্তরের উপ-প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
এদিকে বোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত হওয়ার পর উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে নেমেছে। তদন্তকারীরা জানিয়েছেন, মস্কোর পূর্বে বালাশিখা শহরের একটি ফ্ল্যাটের ব্লকের বাইরে ভক্সওয়াগন গল্ফ গাড়ি বিস্ফোরণের পর তারা হত্যা ও বিস্ফোরক চোরাচালানের বিষয়ে তদন্ত শুরু করেছেন।
তদন্তকারীরা জানিয়েছেন, বড় ধরনের ক্ষতি করার জন্য তৈরি ধাতব টুকরো দিয়ে ভরা একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বিস্ফোরণের ঘটনাটি এমন সময় ঘটল যখন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোতে পৌঁছেছেন।
বিস্ফোরণটি রুশদের ওপর ইউক্রেনের পূর্ববর্তী হামলার অনুরূপ বলে মনে করা হচ্ছে। তবে পূর্বের হামলা নিয়ে ইউক্রেন কিছু ক্ষেত্রে দায় স্বীকার করলেও শুক্রবারের হামলার বিষয়ে দেশটি কোনো মন্তব্য করেনি।

এনটিভি অনলাইন ডেস্ক