পেহেলগাম হামলায় ভারতের অভিযোগের বিরুদ্ধে কোয়েটায় হিন্দুদের বিক্ষোভ

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী জড়িত, ভারত সরকারের এমন অভিযোগকে ভিত্তিহীন অভিহিত করে পাকিস্তানের কোয়েটা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে দেশটির হিন্দু সম্প্রদায়ের লোকজন। খবর ডনের।
বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পিপলস পার্টির সদস্য সঞ্জয় কুমারের নেতৃত্বে এই সমাবেশে ভারত ও মোদি-বিরোধী শ্লোগান দেন বিভিন্ন প্লেকার্ড বহনকারী হাজারো নারী-পুরুষ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি র্যালি কোয়েটা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে থামে। এ সময় নরেন্দ্র মোদি ও ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় জনতা এবং তারা পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার ভারতীয় অভিযোগকে প্রত্যাখ্যান করে।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একজোট হয়ে আছে। যদি ভারত কোনো আগ্রাসন চালায় তবে পাকিস্তানের এক কোটি হিন্দু সম্প্রদায়ের লোক সামরিক বাহিনীর পেছনে দাঁড়াবে।
সমাবেশে বেশ কয়েকজন নারী বক্তা ভারত সরকারের তৎপরতা ও তাদের বক্তব্যে নিন্দা জানান। তারা ভারত সরকারের ইন্দুস পানিচুক্তি বাতিলের নিন্দা জানান এবং বলেন এটা আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ।