সীমান্তে পাকিস্তানের গুলি চালানো নিয়ে ভারতের হুঁশিয়ারি

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত সপ্তাহে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতে ভারত নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ‘বিনা উসকানিতে গুলি চালানো’ বন্ধ করার জন্য ইসলামাবাদকে কঠোরভাবে সতর্ক করেছে।
বুধবার (৩০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সূত্রের বরাত দিয়ে বুধবার এএনআই জানিয়েছে, ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) হটলাইনে কথা বলেছেন। নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের ‘বিনা উসকানিতে’ যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ভারত পাকিস্তানকে সতর্ক করেছে।’

ভারতীয় এক প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, ‘২৯ থেকে ৩০ এপ্রিল (রাতে) বারামুল্লা ও কুপওয়ারা জেলার এলওসি এবং পেহেলগামের আন্তর্জাতিক সীমান্তের ওপারে পাকিস্তান সেনাবাহিনী গুলি বর্ষণ করেছে। তিনি আরও জানান, ভারতীয় সেনারা এর ‘যথাযথ’ জবাব দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্তের ওপারে গুলিবর্ষণের ঘটনা তুলনামূলকভাবে বিরল এবং পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের এই পদক্ষেপকে উত্তেজনা বৃদ্ধির চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভিসা বাতিল এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং সিমলা চুক্তির মতো সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে।