গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৩ ফিলিস্তিনি

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অন্তত ৩০ জন ফিলিস্তিনিও রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অন্তত ৩০ জন মানুষও রয়েছেন। অব্যাহত হামলায় মৃতের সংখ্যা আরও বাড়ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন আহত হয়েছেন।
এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে। দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটবর্তী এলাকাও হামলার লক্ষ্যবস্তু ছিল। এতে অন্তত তিনজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটিকে দেশটিতে “উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা” বলে অভিহিত করেছে।