আলাস্কা শীর্ষ সম্মেলনে যুদ্ধবিরতির আশা করছেন ট্রাম্প : ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার (১৫ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার আসন্ন আলাস্কা শীর্ষ সম্মেলনে ইউক্রেনে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করার আশা করছেন। ম্যাক্রোঁর বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
ট্রাম্প এমন এক সময় এই আশা প্রকাশ করেন, যখন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল আলোচনায় অংশ নেন।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আরও জানান, ট্রাম্প সেই আলোচনায় আশ্বাস দিয়েছেন— ইউক্রেনের সীমানা সংক্রান্ত যেকোনো বিষয়ে কেবল ইউক্রেন সরকারের সঙ্গেই কথা বলা হবে।
ট্রাম্পের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন— শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে। এই মন্তব্যে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা উদ্বিগ্ন হয়ে পড়েছিল।
ইউক্রেন ও ইউরোপের নেতারা বলছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যদি তাদের বাদ দিয়ে কোনো চুক্তি হয়, তাহলে সেটি রাশিয়ার জন্য ইউক্রেনের কিছু এলাকা দখল করে নেওয়ার একটি সুযোগ তৈরি করবে।
ট্রাম্পের সঙ্গে আলোচনার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মানি সফর করেন ও সেখানে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। জেলেনস্কি বারবার জোর দিয়ে বলেছেন, পুতিন যুদ্ধবিরতি নয় বরং নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন।
তবে, ম্যাক্রোঁর এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন ও তার মিত্রদের উদ্বেগগুলো আমলে নিয়েছেন এবং আলোচনার টেবিলে তাদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ফলাফল কী হবে, এখন তা জানার অপেক্ষায়।

এনটিভি অনলাইন ডেস্ক