ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাশিয়ার যুদ্ধ বন্ধে সম্ভাব্য কোনো শান্তিচুক্তির পরও যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠাবে না।
স্থানীয় সময় মঙ্গলবার (১৯ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আপনারা আশ্বস্ত থাকতে পারেন, আমি প্রেসিডেন্ট এবং আমার লক্ষ্য শুধু মানুষকে হত্যার হাত থেকে রক্ষা করা।” খবর আল জাজিরার।
ট্রাম্প জানান, ইউরোপীয় দেশগুলো চাইলে ইউক্রেনের নিরাপত্তায় সেনা পাঠাতে পারে, তবে যুক্তরাষ্ট্র আকাশপথে সহায়তা দিতে পারে। তার ভাষায়, “আমাদের মতো সক্ষমতা অন্য কারও নেই।”
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিটও নিশ্চিত করেছেন যে, মার্কিন সেনারা কোনো শান্তিচুক্তির অংশ হবে না। তবে যুক্তরাষ্ট্র সমন্বয় ও বিকল্প নিরাপত্তা নিশ্চয়তার ব্যবস্থা করতে পারে।
এ মন্তব্য এমন এক সময় এলো, যখন ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে একদিন আগেই বৈঠক করেছেন। বৈঠককে ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
ট্রাম্প আরও জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে এক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের আয়োজন করা হচ্ছে। যদিও জেলেনস্কি প্রস্তুতির কথা বলেছেন এবং রাশিয়া এখনও পুতিনের অংশগ্রহণ নিশ্চিত করেনি।
সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগ্নাজিও ক্যাসিস জানান, তার দেশ পুতিন-জেলেনস্কি বৈঠক আয়োজন করতে রাজি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁও চান, এ বৈঠক জেনেভাতেই হোক।

এনটিভি অনলাইন ডেস্ক