ইরানের তেল পরিবহণের দায়ে গ্রিক শিপিং কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের রপ্তানি করা তেল পরিবহণের দায়ে আন্তর্জাতিক নেটওয়ার্কের মালিকানাধীন একটি গ্রিক শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে। খবর আলজাজিরার।
ঘোষণায় বলা হয়, তেল পরিবহণকারী শিপিং কোম্পানিটি অ্যান্থনিস ম্যাগারেটিসের মালিকানাধীন। ম্যাগারেটিস এক দশক ধরে অবৈধভাবে ইরানের বিক্রি করা তেল পরিবহণ করে আসছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ম্যাগারেটিস ছাড়াও আরও কিছু কোম্পানি রয়েছে যারা ইরানের তেল পরিবহণ করে থাকে। তেল রপ্তানি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ইরান তাদের আধুনিক অস্ত্রের সমৃদ্ধি বৃদ্ধি করছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে তেহরানের জন্য বিদেশে তেল রপ্তানি করা আগের চেয়ে আরও কঠিন হয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র গ্রিক, হংকং, মার্শাল দ্বীপপুঞ্জ ও আরব আমিরাত ভিত্তিক ৯টি কোম্পানি এবং ১২টি জাহাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। এসব কোম্পানি অন্য দেশের পতাকা ব্যবহার করে অবৈধভাবে ইরানের তেল পরিবহণ করছিল। এর মধ্যে চলতি বছরের মার্চে মার্শাল দ্বীপপুঞ্জের মালিকানাধীন চ্যানবাই গ্লোরি শিপিং কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই কোম্পানিটি লাইবেরিয়ার পতাকা ব্যবহার করে ইরানি তেল চীনে পরিবহণ করেছিল।

উল্লেখ্য, ইরান থেকে তেল কেনায় শীর্ষ দেশ চীন। এর প্রতিক্রিয়ায় জুনে ইরান-ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।