বিবিসির সাবেক সদর দপ্তরে আগুন
যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে বিবিসি টেলিভিশন সেন্টারের সাবেক সদর দপ্তরের একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। আগুন নেভাতে প্রায় ১০০ জন দমকলকর্মী কাজ করছেন। খবর বিবিসির।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে হোয়াইট সিটির উড লেনের নয়তলা ভবনটিতে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।
ভবনটিতে এখন রেস্তোরাঁ, ফ্ল্যাটের পাশাপাশি টেলিভিশন স্টুডিও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেশকিছু বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ এবং হতাহতের তথ্য জানা যায়নি।
সপ্তম তলায় বসবাসকারী ইসাবেলা ব্রুকার বলেন, তাকে ও তার সাড়ে আট মাস বয়সী ছেলে রাফায়েলকে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, ভোর রাত ৩টার কিছুক্ষণ পরেই তাদেরকে খবর দেওয়া হয়েছিল। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, ব্রিগেড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার অন্যান্য ভবনগুলো খালি করতে মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে। ভবন থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের জন্য একটি বিশ্রাম কেন্দ্র স্থাপন করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, উড লেন বর্তমানে যান চলাচলের জন্য বন্ধ রয়েছে এবং লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে একজন আহতের চিকিৎসা করেছে, যাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ফায়ার ব্রিগেডের মুখপাত্র বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। আমাদের অন্যান্য জরুরি পরিষেবা অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

এনটিভি অনলাইন ডেস্ক