পাঁচ বছর পর শুরু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট

বিশ্বের দুই জনবহুল প্রতিবেশী দেশ ভারত ও চীনের মধ্যে পাঁচ বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে সরাসরি ফ্লাইট। কর্মকর্তারা জানিয়েছেন, এ লক্ষ্যে আজ শুক্রবার (৩ অক্টোবর) থেকে ফ্লাইট বুকিং শুরু হয়েছে। খবর এএফপির।
২০২০ সালে কোভিড অতিমারীর কারণে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ হয়েছিল এবং সীমান্ত বিরোধ নিয়ে নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে তা পরে আর শুরু হয়নি। তবে গত বছর রাশিয়ার কাজানে এবং এ বছরের আগষ্টে চীনে দুই দেশের শীর্ষ নেতার সাক্ষাতের পর সম্পর্কের বরফ গলতে শুরু করে।
গতকাল বৃহস্পতিবার ভারত সরকার এক বিবৃতির মাধ্যমে জানায়, ‘টেকনিক্যাল আলোচনা’র পর দুই দেশ সম্মত হয়েছে যে চীন ও ভারতের কিছু সুনির্দিষ্ট এলাকার মধ্যে অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ সরাসরি বিমান চলাচল শুরু করা যেতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে সম্পাদিত চুক্তির আলোকে ভারত ও চীনের জনগণের পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে। এই চুক্তি দ্বিপাক্ষীক বিনিময়ে গতি সঞ্চারের পাশাপাশি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অপারেটর ইন্ডিগো জানিয়েছে, তারা কলকাতা ও গুয়াংজুর মধ্যে ২৬ অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনা করবে এবং পরে নয়াদিল্লি থেকেও তা চালু হবে। এর অংশ হিসেবে আজ শুক্রবার থেকে ফ্লাইট বুকিং শুরু হয়েছে।

গত আগস্ট মাসে ভারত ও চীন ঘোষণা দেয় তারা দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। পাশাপাশি দুই দেশ তাদের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে আরও আলোচনা ও বাণিজ্য বাড়ানোর কথাও জানায়।
হিমালয় অধ্যুষিত এলাকায় ২০২০ সালে দুই দেশের সীমান্তে ভারত ও চীনের সৈন্যরা সংঘাতে জড়ানোর পর থেকে তাদের সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়। ওই সংঘাতে ২০ জন ভারতীয় সৈন্য এবং চারজন চীনা সৈন্য নিহত হয়।