ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৫
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বোর্ডিং স্কুলের ভবন ধসে পড়ার পর এখনো ধ্বংসস্তূপের নীচ থেকে মৃতদেহ বের করে আনছেন উদ্ধারকর্মীরা। রোববার (৫ অক্টোবর) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর এএফপির।
গত সোমবার বহুতল ওই স্কুল ভবনের একাংশ ধসে পড়ে। ধসে পড়ার সময় নামাজ আদায়ের জন্য জড়ো হচ্ছিল শিক্ষার্থীরা। আজ রোববার উদ্ধারকর্মীরা জঞ্জালের ভেতর থেকে আরও ১৯ জনের মৃতদেহ বের করে এনেছে।
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির পরিচালক ইউধি ব্রামানতো বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী মোট ১৪৯ জনকে ধ্বংসপ্রাপ্ত ভবনটি থেকে বের করে আনা হয়েছে, এদের মধ্যে মারা গেছে ৪৫ জন আর বেঁচে গেছে ১০৪ জন।’ সকালে অবশ্য জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩৭। ইউধি আরও জানান, এখনো ২৬ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইসলামি বোর্ডিং স্কুলটির ধ্বংসাবশেষ ঘিরে এখনো রাতদিন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা। ইউধি আরও বলেন, ‘আমরা আমাদের সর্বস্ব দিয়ে কাজ চালিয়ে যাব। এই অভিযান চলবে যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি সবাইকে জীবিত বা মৃত বের করে আনা হয়েছে।’
এ প্রসঙ্গে রোববার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান বলেন, ‘৬০ শতাংশের মতো উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে এবং আমরা আশা করছি আগামীকাল নাগাদ পুরো কাজ শেষ হবে। তখন আমরা বলতে পারব ঠিক কতজন দুর্ঘটনার শিকার হয়েছে।’

তদন্তকারীরা ভবনটি ধসে পড়ার কারণ উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন নিম্নমানের নির্মাণকাজের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার ৭২ ঘণ্টা সময় পেরিয়ে যাবার পর নিখোঁজ শিক্ষার্থী ও লোকজনের পরিবারের সদস্যরা উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহারের বিষয়ে তাদের সম্মতি জানান। এরপর থেকেই মূলত ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলো বের করে আনা হচ্ছে।