জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে : রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে। খবর এএফপির।
স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) সিবিএস নিউজের টক শো ‘ফেস দ্য নেশন’-এ রুবিও বলেন, আমি মনে করি ইসরায়েলিসহ সবাই স্বীকার করে হামলার মাঝখানে জিম্মিদের মুক্তি দেওয়া যাবে না, তাই হামলা বন্ধ করতে হবে।
রোববার প্রকাশিত সিএনএন প্রতিবেদকের সঙ্গে এক বার্তা বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয়— ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে একমত কিনা, তখন ট্রাম্প ‘হ্যাঁ’ বলে উত্তর দেন।
এই কূটনৈতিক পদক্ষেপ এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল ও হামাসের আলোচকরা মিশরের রিসোর্ট শহর শার্ম এল-শেখে আলোচনা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, গাজায় জিম্মিদের কয়েক দিনের মধ্যে মুক্তি দেওয়া যেতে পারে। ট্রাম্পের যুদ্ধ বন্ধের রোডম্যাপ ও ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে গাজায় বন্দিদের মুক্তির রোডম্যাপের প্রতি ফিলিস্তিনি গোষ্ঠীর ইতিবাচক প্রতিক্রিয়ার পরই এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়।

মার্কো রুবিও এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, জিম্মিদের নিরাপদে মুক্তি দেওয়ার পথ তৈরি করতে কিছু লজিস্টিক চ্যালেঞ্জ বা বাস্তব সমস্যা সামলাতে হবে। তিনি ধারণা দেন, যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলটি ভবিষ্যতে কীভাবে শাসন করা হবে ও হামাসকে কীভাবে নিরস্ত্র করা হবে— সেই দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলো অর্জন করা আরও কঠিন হবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সিএনএনকে জানান, তিনি দ্রুতই স্পষ্ট উত্তর চান, ফিলিস্তিনি গোষ্ঠীটি (যারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে সংঘাত শুরু করেছিল) এখন শান্তির পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ কিনা। ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, যদি হামাস ক্ষমতা ছাড়তে রাজি না হয়, তবে তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হবে।