হাসান মাহাদীর একক আবৃত্তি ও সংগীত সন্ধ্যা আগমীকাল শুক্রবার
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় হাসান মাহাদীর একক আবৃত্তি ও সংগীত সন্ধ্যা আগামীকাল শুক্রবার (২৯ মার্চ) বিকেলে।
‘কবিতায় অবগাহন’ শিরোনামে একক আবৃত্তি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৩টায়। এতে রবীন্দ্র-নজরুল থেকে শুরু করে এই সময়ের কবিদের কবিতাও আবৃত্তি করবেন হাসান মাহাদী। এই একক আবৃত্তি অনুষ্ঠানে দেশ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, প্রকৃতি, প্রেম, দ্রোহ, রম্য কবিতাসহ নানাবিধ কবিতা স্থান পাবে।
এরপর বিচ্ছেদ গান নিয়ে হাসান মাহাদীর একক সংগীত সন্ধ্যা ‘ব্যথা ভরা বাসনা’ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এতে তিনি পরিবেশন করবেন লালনগীতি, হাসন রাজা, শাহ আব্দুল করিম, কবিয়াল বিজয় সরকারের গান, যশোরের আঞ্চলিক গানসহ বেশকয়েকটি লোকগান এবং তাঁর মৌলিক গান।
তিনি আবৃত্তিতে যেমন অনন্য, গানের ক্ষেত্রেও অসাধারণ।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মীনগ্রামে জন্ম হাসান মাহাদীর। এসএসসি ও এইচএসসি পাস করেন ঝিনাইদহ থেকে। ২০১৮ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ থেকে। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত তিনি। স্কুলজীবনে যেমন খুশি তেমন সাজো দিয়ে অভিনয়ের যাত্রা। স্কুলজীবনে আবৃত্তিতে কিছু স্বীকৃতি তাঁর মধ্যে বুনে দেয় একজন আবৃত্তি শিল্পী হওয়ার স্বপ্ন। তিনি পেশাগতভাবেই একজন শিল্পী। একাধারে আবৃত্তি ও সংগীতশিল্পী, অভিনেতা, কণ্ঠ অভিনেতা, প্রশিক্ষক ও সংগঠক। অভিনয় ও আবৃত্তি নিয়ে দেশের গণ্ডী পেরিয়ে পৌঁছে গেছেন বিদেশেও। তিনি টেলিভিশন, বেতার ও মঞ্চের একজন নিয়মিত আবৃত্তি ও সংগীতশিল্পী।