কুমিল্লায় দুদিনব্যাপী ‘শচীনমেলা’ শুরু
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেব বর্মণকে স্মরণ করে কুমিল্লায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শচীনমেলা’। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) বিকেলে নগরীর দক্ষিণ চর্থায় তাঁর পৈতৃক বাড়ির প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। এর আগে বিকেল ৩টায় রাজগঞ্জ ইউসুফ হাই স্কুল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চর্থায় শচীন দেব বর্মণের বাড়িতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেয়।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
জেলা প্রশাসক বলেন, কুমিল্লার একজন গর্বিত সন্তান হিসেবে শচীন দেব বর্মণকে আগামী প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং তাঁর সাংস্কৃতিক অবদানকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এ আয়োজন গুরুত্ব বহন করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মেলার পরিধি আরও প্রসারিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, লেখক ও গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক।
শুভেচ্ছা বক্তব্য দেন জাসাস কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক মঞ্জরুল আলম ভুইয়া, শচীন গবেষক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংস্কৃতিক সংগঠক নাসির উদ্দীন, সুরকার ও গীতিকার জাবেদ আহম্মেদ কিসলু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার এ টি এম কামরান হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন, জাসাস কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলনসহ স্থানীয় সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় এ বছর ১৫টি দেশীয় ঐতিহ্যবাহী স্টল স্থাপন করা হয়েছে। এখানে স্থানীয় হস্তশিল্প, বই, সাংস্কৃতিক ঐতিহ্য ও পণ্যসামগ্রীর প্রদর্শনী চলছে। পাশাপাশি দুই দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও শচীনের গান পরিবেশনার আয়োজন রয়েছে।
শচীন দেব বর্মণ ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে কলকাতা এবং ১৯৪৪ সালে মুম্বাইয়ে পাড়ি জমান। তিনি ভারতীয় উপমহাদেশের সংগীত জগতে কীর্তিমান শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। তাঁর জনপ্রিয় গানের সংখ্যা বহু। মুম্বাই চলচ্চিত্রে সংগীত পরিচালনায় বিশেষ অবদান রাখেন এবং বিভিন্ন সম্মাননা লাভ করেন তিনি। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি পরলোকগমন করেন।
২০১৮ সাল থেকে অক্টোবর মাসে শচীনের জন্ম ও প্রয়াণদিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন এই ‘শচীনমেলা’র আয়োজন করে আসছে। এবারও দুদিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কুমিল্লায় কিংবদন্তি এই শিল্পীর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা