পাবনায় রান্না শিল্প প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ
পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে আজ বৃহস্পতিবার রান্না প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু। ছবি : এনটিভি
রান্না এখন আর শুধু মানুষের ভোজন বিলাস নয়, রান্না এখন শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। অর্থনৈতিকভাবেও রান্না শিল্পের গুরুত্ব দেশে-বিদেশে দিন দিন বাড়ছে।
আজ বৃহস্পতিবার সকালে পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে পাবনা জেলা পরিষদ আয়োজিত নারীদের ২১ দিনব্যাপী খাদ্য ও পুষ্টি সংক্রান্ত রান্না শিল্প প্রশিক্ষণ কোর্সের সমাপনীতে বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম বেঞ্জামিন রিয়াজীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রান্না প্রশিক্ষক সৈয়দা নাহিদা আক্তার ও হোসনে আরা।
গত ১৫ জানুয়ারি শুরু হওয়া ৪০টি বিষয়ে রানা প্রশিক্ষণে জেলা শহরের ১০০ জন নারী অংশ নেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা