দেশ ঘোর অন্ধকারে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার স্বপ্ন এত বছরেও বাস্তবায়িত হয়নি, দেশ ঘোর অন্ধকারে। রাষ্ট্র এখন পুরোপুরিভাবে অত্যাচার নিপীড়নের কারখানায় পরিণত হয়েছে। বাংলাদেশের আত্মাকে ধ্বংস করে ফেলেছে সরকার, বিচারবিভাগের স্বাধীনতা খর্ব হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে একাংশের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে, অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন। অত্যাচার নিপীড়নের মাত্রা থেকে বের হতে সবাই মিলে এক হয়ে লড়াই না করলে সম্ভব নয়, নিজেও জানি না এ ছাড়া কী উপায় আছে। দেশকে রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আর ঘরে বসে থাকার সময় নেই, সব শক্তি দিয়ে সরকারের পতন ঘটাতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘কয়েকদিন ঈশ্বরগঞ্জে ৩০ বছর আগের মামলায় নয়জনকে মৃত্যুদ্ণ্ড দেওয়া হয়েছে। সাবেক সংসদ সদস্য হাবিবকে ৭০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সারা দেশে বিচারের নামে চলছে অবিচার। আর এ থেকে আমাদের মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিকে রক্ষা করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন, তারেক রহমান নির্বাসিত থেকেও নেতৃত্ব দিচ্ছেন। সবাই মিলে আসুন, এই দানবীয় সরকারকে বিদায় করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি।’
ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি, কবি আব্দুল হাই সিকদার, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম. আব্দুল্লাহ, নুরুল আমিন রোকন, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, ইলিয়াস খান, মুরসালিন নোমানী, এলাহি নেওয়াজ খান সাজু, রাশেদুল হক, সাঈদ খান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপিনেতা অধ্যাপক হাসান মুর্শেদ খান, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা