নাশকতার মামলায় বিএনপিনেতা নীরবসহ সাতজনের আড়াই বছরের কারাদণ্ড
রাজধানীর তেজগাঁও থানার নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির সাত কর্মীর আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এই রায় ঘোষণা করেন। বিচারক রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাদের দুই হাজার টাকা অর্থদণ্ড দেন এবং অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- সাজেদুল ইসলাম সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ও আবু বক্কর সিদ্দিক।
এদিকে আজ সকালে কারাগার থেকে নীরবকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অপর ছয় আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাপরোয়ানাহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের মে মাসে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় এ মামলা করে পুলিশ। পরবর্তীতে পুলিশ ঢাকার সিএমএম আদালতে বিএনপি নেতা নীরবসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র দাখিলের পর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৩৫ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। এর পরে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার রায় ঘোষণা হয়।