পাবনায় ট্রাকচালককে কুপিয়ে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/11/pabna_death_news_pic.jpg)
পাবনার আতাইকুলার জোয়ারদহ গ্রামে ট্রাকচালক আব্দুর রউফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি
পাবনার আতাইকুলার জোয়ারদহ গ্রামে আব্দুর রউফ (৫০) নামে এক ট্রাকচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোররাতে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
নিহত আব্দুর রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে।
নিহত আব্দুর রউফের ছোট ভাই আইয়ুব আলী জানান, গতকাল বুধবার সন্ধ্যা থেকে তাঁর ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০ টার দিকে তাঁর মোবাইল ফোনসেটটিও বন্ধ পাওয়া যায়। আজ সকালে মানুষের কাছ থেকে খবর পান জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে তাঁর ভাইয়ের মরদেহ পড়ে আছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসেছেন। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
তবে স্থানীয়দের ধারণা পরকীয়ার জেরে রউফকে হত্যা করা হতে পারে।