সুনামগঞ্জে ২৬০ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ
সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন এলাকায় চারটি বাড়িতে অভিযান চালিয়ে ৮০ বস্তা এবং
একটি গোডাউন থেকে ১৮০ বস্তা চিনি জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এই ৮০ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ ৮০ হাজার টাকা। একই ভাবে গতকাল বুধবার সুলেকাবাদ ইউনিয়নের ভাদেরটেকের একটি গোডাউন থেকে ১৮০ বস্তা অবৈধ পথে আাসা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ হাজার ৮০ হাজার টাকা।
বিশ্বম্ভপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন টাস্কফোর্সের মাধ্যমে বিজিবি ও বিশ্বম্ভপুর থানার একটি টিম নিয়ে সুলেকাবাদ ইউনিয়নের চালবনে আজ বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৮০ বস্তা চিনি জব্দ করে। তবে তখন কাউকে বাড়িতে পাওয়া যানি। একই ভাবে গতকাল সকাল ৯টায় টাস্কফোর্সের অভিযানে আরও ১৮০ বস্তা চিনি জব্দ করা হয়।
ইউএনও আরো জানান, যৌথ অভিযানের মাধ্যমে জব্দ করা চিনি পরবর্তী আইননানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়।