দুই ইউপি চেয়ারম্যানকে জনরোষ থেকে বাঁচিয়ে থানায় দিল সেনাবাহিনী
চট্টগ্রামের পটিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানকে জনরোষের মুখে পড়লে তাদের উদ্ধার করে থানায় দিয়েছে সেনাবাহিনী। আজ রোববার (১৮ আগস্ট) উপজেলার কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সকালে পরিষদে যাওয়ার পর শত শত বিক্ষুব্ধ জনতা তাঁকে অবরুদ্ধ করে রাখে। এ সময় খবর পেয়ে সেনাবাহিনীর দল গঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তিন ঘণ্টা পর তাঁকে উদ্ধার করে পটিয়া থানায় নিয়ে আসে। এ সময় ঝাড়ু ও জুতা মিছিল করে হাজারও বিক্ষুব্ধ জনতা। তারা বিভিন্ন গাড়িতে করে মিছিল সহকারে থানায় এসে জড়ো হয়। তাদের সঙ্গে যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা। এরপর কাসেম চেয়ারম্যানকে পটিয়া থানা পুলিশ হেফাজতে নেয়। তাঁর বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা হয়েছে থানায়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর কাসেম চেয়ারম্যান আত্মগোপনে ছিলেন। আজ তিনি ইউনিয়ন পরিষদে এলে জনরোষের মুখে পড়েন। গত ১৫ বছরে কাসেম চেয়ারম্যানের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, জমি দখল, এলাকার বিভিন্ন মানুষের বিরুদ্ধে নির্যাতনের নানা অভিযোগ রয়েছে। অপরদিকে একইভাবে জনরোষের মুখে পড়েন আশিয়া ইউপি চেয়ারম্যান এম এ হাসেম। আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি পরিষদে প্রবেশ করতে গেলে বিক্ষুব্ধ জনতা তাঁকে ‘ভুয়া ভুয়া’ ধ্বনিতে মিছিল করে পরিষদে ঢুকতে দেয়নি। এ ছাড়া পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম আজ সকালে পরিষদে আসার খবর পেয়ে বিএনপি ও ছাত্র-জনতা উপজেলা পরিষদের ফটকে অবস্থান নেয়। এ খবর পেয়ে চেয়ারম্যান দিদারুল আলম পরিষদে যাননি।