মৌলভীবাজারে হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর
মৌলভীবাজার শহরতলীর হিলালপুরে দ্বিতীয় বিয়ের সালিশী বৈঠকে খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে (২৯ সেপ্টেম্বর) পীর আজাদের সমর্থকরা শহরতলীর হিলালপুরে এলাকায় সামাদ মিয়া, সুফিয়ান মিয়া, সফন মিয়া, সাকির মিয়া ও ছালিক মিয়ার বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে।
গত ২৬ সেপ্টেম্বর ওই গ্রামে তারা মিয়ার বাড়িতে প্রায় দেড় বছর আগে প্রতিপক্ষের হামলায় নিহত রুবেল মিয়ার স্ত্রী আফছানা বেগম মিমির সঙ্গে সামাদ মিয়ার বিয়ে নিয়ে সালিশ বৈঠক বসে। ওই সালিশ বৈঠকে সামাদ মিয়া গংয়ের হামলায় পীর আজাদের ভাই পারভেজ আহমদ নিহত হন। এ ঘটনায় পীর আজাদ, মা কটই বিবি ও বাতিজা আছাদ মিয়া আহত হন। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেন গতকাল বিকেলে। রাতে তাদের সমর্থকরা কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে। এ সময় ওই বাড়িতে কেউ ছিলেন না।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কেউ অভিযোগ করেনি। যেহেতু জেনেছি আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।’