গোপালগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন

গোপালগঞ্জে ধর্ষণের প্রতিবাদে আজ মঙ্গলবার মহিলা দলের মানববন্ধন কর্মসূচি। ছবি : এনটিভি
মাগুড়ায় আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দল।
আজ মঙ্গলবাল (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের সময় জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা রত্না, যুগ্ম আহ্বায়ক রূপালতা মন্ডল, রহিমা মনি, আফরোজা বেগম প্রমুখ নেতারা বক্তব্য দেন। এ ছাড়া কর্মসূচিতে যোগ দেয় মহিলা দলের শতশত নেতাকর্মী।
বক্তারা ধর্ষণের তীব্র প্রতিবাদ ও সব ধর্ষককে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।