রাজধানীতে অস্ত্রসহ চাঁদাবাজ গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানা এলাকা থেকে পিস্তলসহ মো. নুরুজ্জামান বিপ্লব (৪৪) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় শান্তিনগরের নভেল হাউজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, থানার একটি টহল টিম এলাকায় নিরাপত্তা টহল পরিচালনাকালে শান্তিনগর নভেল হাউজের সামনের রাস্তার উপস্থিত ছিল। এ সময় এক ব্যক্তিকে দৌড়াতে দেখে আশেপাশের লোকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়। তখন মাহফুজ মীর নামে এক ব্যক্তি এসে জানায় যে, তার বাবা লেবু মীরকে চাঁদার টাকার জন্য বিপ্লব গুরুতর আহত করে ভয় দেখিয়ে পালিয়ে এসেছে।
পুলিশ আরও জানায়, বিপ্লবের দেহ তল্লাশি করে তার কোমরের পেছন থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত বিপ্লব পল্টন থানা এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে থানা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে স্বীকার করেছেন।

নিজস্ব প্রতিবেদক