ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বাগুর বাস স্টেশনে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল রোববার (১৮ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত অভিযানে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ নভেম্বর প্রশাসনের পক্ষ থেকে প্রথমবারের মতো অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে উচ্ছেদের মাত্র এক সপ্তাহের মধ্যে পুনরায় প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় নতুন করে স্থাপনা গড়ে তোলা শুরু হয়। এক মাসের মধ্যেই গড়ে ওঠে আরও দুই শতাধিক দোকানপাট।
পাঁচ মাস পর আবারও অভিযান পরিচালনা করে সওজ বিভাগ। এবারের অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন উচ্ছেদ করবে আর তারা আবার স্থাপনা গড়ে তুলবে, এটা হতে পারে না। পরবর্তীতে নির্দেশনা অমান্য করে কেউ যদি আবার স্থাপনা গড়ে তোলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফয়সাল আল নূর আরও জানান, বিষয়টি নজরদারিতে রাখতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) নূরুল ইসলাম, এসআই মনিরুল ইসলাম ও সেনাবাহিনীর একটি দল।

                  
                                                  মাহফুজ নান্টু, কুমিল্লা