চাঁপাইনবাবগঞ্জে মিনি সমুদ্র সৈকত রামদাস বিলে দর্শনার্থীদের ভিড়
কক্সবাজারের মতো সমুদ্র সৈকতের নির্মল বাতাস আর প্রাণ জুড়ানো প্রাকৃতিক লীলাভূমির অনাবিল আনন্দ উপভোগ করার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে চাঁপাইনবাবগঞ্জের রামদাস বিলে।
ভারত-বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বয়ে চলেছে মহানন্দা নদীর বিহৎ উপনদী পূনরভবা। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর পানি রামদাস বিলে প্রবেশ করায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দুইটি ইউনিয়নের বিল প্লাবিত হয়। নৈসর্গিক সৌন্দর্যের দৃশ্যপটে আকর্ষণীয় করে তোলে ভ্রমণ পিপাসুদের কাছে।
গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রাধানগর ইউনিয়ন জুড়ে বিস্তৃত রামদাস বিল, উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। রহনপুর বাজার থেকে নাদেরাবাদ গ্রাম হয়ে মকরমপুর ঘুন্ঠীর রেললাইনের পাশ দিয়ে চূড়ই বিল পার হলেই অথবা কাজি গ্রাম হয়ে কলকলিয়া দিয়ে এই বিলে যাওয়া যায়। নিরবচ্ছিন্ন নিবিড় শান্তি পেতে ও মনকে প্রফুল্ল করার জন্য রামদাস বিলে বহনপুর থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে আপনিও ঘুরে আসতে পারেন।
রামদাস বিল যাওয়ার আগেই কৃষকদের সুবিধার জন্য পূনরভবা নদীর উপর দিয়ে যে ব্রিজ নির্মাণ করা হয়েছে, তা অনেকাংশেই পর্যটকদের আকর্ষণ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ পানিতে নেমে গোসল করছে, কেউবা শ্যালো চালিত নৌকাতে ৫০ টাকা করে দিয়ে পানির ওপরে ঘুরে বেড়াচ্ছেন।
দর্শনার্থীদের দাবি, রামদাস বিলকে খুব দ্রুত যেন, পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়।
ভ্রমণ পিপাসু আব্দুল্লাহ আল মামুর বলেন, আমাদের এলাকায় এমন একটি প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি হওয়ায় আমরা খুবই খুশি। তবে যদি সরকারিভাবে সংরক্ষিত ও তদারকির মাধ্যমে বিভিন্ন রাইড শেয়ারিং সেবা চালু করা হয়, তাহলে দর্শনার্থীদের ভ্রমণ পূর্ণাঙ্গতা পাবে।
ঘুরতে আসা লাভলি বলেন, এখানে এসে সমুদ্র সৈকতের মজাটা উপভোগ করতে পারছি। কিন্তু যদি উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা সম্পূর্ণ করেন, তাহলে আমরা আরও বেশি উদ্বুদ্ধ হবো।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির মুন্সী বলেন, মিনি কক্সবাজার হিসেবে পরিচিত রামদাস বিল, আমি সেখানে নিজে গিয়ে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করেছি। জনগণের দাবির মুখে আমরা উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিকল্পনা করেছি, রামদাস বিলে একটি ওয়াচ-টাওয়ার ও প্যাডেল বোর্ডের ব্যবস্থা করার।

শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ (গোমস্তাপুর-ভোলাহাট)