আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে আজও নির্বাচন অফিস ঘেরাও

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন। একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিও শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্টে দুটি রিট আবেদন দাখিল করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম এবং সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস। এ সময় জেলার সব উপজেলা নির্বাচন অফিসের সামনেও একই ধরনের কর্মসূচি পালন করা হয়।
চারটি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটের সর্বস্তরের জনগণের সহায়তায় গণস্বাক্ষর কর্মসূচিও শুরু হয়েছে। একইসঙ্গে, এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে দুটি রিট আবেদন দাখিল করা হয়েছে এবং নেতারা এখন সেই রিটের শুনানির অপেক্ষায় রয়েছেন।